ভারতীয় ই-ভিসা, বাংলাদেশীদের জন্য কতটা কার্যকর?

ভারতীয় ই-ভিসা চালুর গুজব কে সত্যি করে, ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টালে, সত্যিই যুক্ত হলো বাংলাদেশের নাম।

কিন্তু পোর্টাল ঘুরে বা পরীক্ষামূলক আবেদনের মাধ্যমে যে বিষয় গুলা বোঝা গেলো, সেগুলো হচ্ছে,

১.আপাতত ই-ভিসা পদ্ধতি শুধুমাত্র মেডিকেল/ মেডিকেল এটেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে কার্যকর হচ্ছে। সেক্ষেত্রে গুরুতর রুগী রা কিছুটা হলেও স্বস্তি পাবেন হয়তো। যদি সত্যি সত্যিই ৩-৫ কর্মদিবসের মধ্যে ভিসা এপ্রুভ হয়, তাহলে।

২.বাংলাদেশীদের জন্য ভারতীয় ই-ভিসা পদ্ধতিতে একজন আবেদনকারী শুধুমাত্র আকাশপথে (বাই এয়ার) ভ্রমণ করতে পারবেন।এক্ষেত্রে আমার মনেহয়, মধ্যবিত্ত পেসেন্ট দের জন্য একটু ভাববার বিষয় এটা।

যাইহোক, দেখা যাক আর কি কি নতুন আপডেট আসে। আপনাদের মূল্যবান মতামত আশা করছি। আর এরকম আপডেট পেতে অবশ্যই Let’s go Bangladesh পেইজ টি লাইক দিয়ে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *